fbpx

বৃক্ষ ও বন আমাদের কত বন্ধু তা আর বলার অবকাশ রাখে না । যুগ যুগ ধরে মানুষ গাছপালা উপকারিতা বুঝেছে। বৃক্ষ সমৃদ্ধির পথ প্রশস্ত করে । নাতিশীতোষ্ণ অঞ্চলে এ কথা আরও বেশি সত্য বলে পরিচিত । মানুষ গাছপালা ছাড়া বাঁচতে পারেনা। গাছের কাছ থেকে মানুষ শুধু দৈনন্দিন জীবনের চাহিদা গুলি আদায় করে নিয়ে চলেছে । যেমন বাড়িঘরের জন্য আসবাপত্রের জন্য, যন্ত্র পাতি তৈরির জন্য, গ্রামে জ্বালানির জন্য কাঠের দরকার । আবার ফুল-ফল ও ছায়া তাও এই গাছ থেকেই পাওয়া যায় । এ সব তো আছেই তা ছাড়াও বিভিন্ন উপায়ে আমরা গাছের সাহায্য নিয়ে থাকি । তাই আমাদের জীবনে গাছ অতি গুরুত্বপূর্ণ । Continue Reading…

(Commenting: OFF)